Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পার্কে বান্ধবীকে ইভটিজিং, প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২১, ১২:০৫ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০২১, ১২:০৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


যশোর পৌর পার্কে ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করায় রোহান রস্কর (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পূর্ব বারান্দিপাড়ার বিপুল লস্করের ছেলে।

আহত রোহান জানান, সোমবার দুপুর ১ টার দিকে তিনি যশোরের পৌর পার্কে বন্ধু/বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩/৪ জন অজ্ঞাত যুবক তার বান্ধবীদের ইভটিজিং করে। এ সময় তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Bootstrap Image Preview