যশোর পৌর পার্কে ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করায় রোহান রস্কর (২০) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পূর্ব বারান্দিপাড়ার বিপুল লস্করের ছেলে।
আহত রোহান জানান, সোমবার দুপুর ১ টার দিকে তিনি যশোরের পৌর পার্কে বন্ধু/বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩/৪ জন অজ্ঞাত যুবক তার বান্ধবীদের ইভটিজিং করে। এ সময় তিনি প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।