রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির ৪ বছরের শিশু আফরা আনজুম খুঁজছে মা কে।
নানীর বাসায় থাকা শিশু আফরা আনজুম সবাইকে কান্না করতে দেখে বারবার জানতে চাইছে, ‘তোমরা কেন কান্না করছো? আমার আম্মু অফিসে, আমি আম্মুর সঙ্গে মোবাইলে কথা বলবো। ’
মঙ্গলবার নিহত মিতুর চাচাতো ভাই নাজমুল হাসান এসব কথা বলেন।
নাজমুল হাসান জানান, দক্ষিণখান মোল্লারটেক এলাকায় তাদের নিজের বাড়ি। ওই এলাকায় নিহত মিতু তার স্বামীকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো। প্রতিদিনের মতো আজও মিতু অফিসে যাওয়ার আগে তার বাচ্চাকে মায়ের কাছে দিয়ে আসে। দুইদিন আগে আবদুল খালেক মডেল স্কুলে আফরাকে প্লে-তে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে বাসা থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর দাফনের জন্য স্বজনরা মরদেহ নিয়ে যান।