রাজধানীর দক্ষিণ বাড্ডায় টিনশেড বাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪ টি ইউনিট।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, ‘সন্ধ্যায় দক্ষিণ বাড্ডার পুলিশ প্লাজার পাশের টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি।‘