সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন। জেলায় চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে আমজাদ গাজী। এ সময় আহতে হয়েছে আরও কয়েকজন।
এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আমজাদ সাতক্ষীরা কলারোয়া উপজেলার মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আমজাদ গাজী ও তার চাচাতো ভাই আনসার গাজীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
আদালতে বিচারাধীন এ জমিতে সকালে আমজাদ তার লোকজন নিয়ে ধান রোপণ করতে যায়। এ সময় প্রতিপক্ষ আনসার ও তার লোকজন লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আমজাদ গাজীসহ বেশ কয়েকজন আহত হন।
পরে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আমজাদ গাজীর মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।