Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নওগাঁর সাপাহারে ছেলের হাতে মা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ০৭:৫৯ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ০৭:৫৯ PM

bdmorning Image Preview
প্রতিকি ছবি


নওগাঁর সাপাহার উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে ছেলে আরিফ লাঠি দিয়ে আঘাত করে মা সাহানা বেগমকে (৪৫) খুন করেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির অন্যান্যরা তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Bootstrap Image Preview