Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শনিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইলে প্রেমের পরিণতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২১, ১২:০৪ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২১, ১২:০৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মুঠোফোনে পরিচয়। প্রেমের একপর্যায়ে বিয়ের প্রস্তাবে প্রেমিকা রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ।

 অবশ্য  পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

শাকিল হোসেন (২০) নামে এক যুবকের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রীর (১৪)। পরিচয়ের সূত্র ধরে প্রেম। তারপর ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় শাকিল। কিন্তু তাতে রাজি হয়নি ওই ছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে শাকিল ও তার সহযোগী ইব্রাহিম শেখ (৪৫) ওই ছাত্রীকে অপহরণ করে।

বুধবার (৬ জানুয়ারি) যশোরের শার্শা থানায় একটি অপহরণ মামলা হয়েছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে শাকিল হোসেন ও ইব্রাহিম শেখের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার পরপরই পুলিশ অভিযানে নামে।

মোবাইল নম্বর ট্র্যাক করে বুধবার দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বরইপাড়া গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়। আসামি শাকিল হোসেন ও ইব্রাহিম শেখের বাড়ি কুষ্টিয়ার ইবি থানার বরইপাড়া গ্রামে।

Bootstrap Image Preview