সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চার তলার আইসিউতে লাগা আগুনের সূত্রপাত ঘটেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে লাগা আগুন ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের ব্রিফ করে ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটা ছোট একটা অগ্নিকাণ্ড। তবে ধোঁয়া রুমের ভেতরে চলে আসায় একটু সমস্যা হয়েছিল। এছাড়া রুমের ভেতরে যে ধোঁয়া ছিল এটা ড্রাই পাউডারের ধোঁয়া।’
তিনি আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে।’