বিডিমর্নিং ডেস্কঃ যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক আসামীকে কুষ্টিয়ায় গাঁজাসহ আটক করেছে র্যাব।
গত মঙ্গলবার (৫ই জানুয়ারি) র্যাব-১২, সিপিসি-১ এর এক মাদকবিরোধী অভিযানে কুষ্টিয়া দৌলতপুরের ধর্মদহ এলাকার ব্যংগাড়ী মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম শাহিন আলম (৩৪)। আটকের সময় তার কাছ থেকে ১ কেজি ৯৬০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, শাহিনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা হয়। এ মামলায় তিনি পলাতক প্রধান আসামী। তিনি দীর্ঘ ২০ মাস ধরে পালাতক ছিলেন।
র্যাব-১২ জানায়, মাদক,সন্ত্রাস এবং জঙ্গিমুক্ত দেশ গড়তে আমাদের এই নিরবচ্ছিন্ন চেষ্টা অব্যাহত থাকবে। কোন অপরাধীই ছাড় পাবে না।