কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় র্যাব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম নিহত হয়েছেন। এ সময় আরও এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (৪ জানুয়ারি) পালংখালীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তরিকুল কক্সবাজার র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পে কর্মরত ছিল। আহত অপরজন এএসআই কাউসার। তিনিও ওই ক্যাম্পে কর্মরত।
র্যাব কর্মকর্তারা জানান, অপারেশনের তথ্য সংগ্রহ করতে যাওয়ার পথে তাদেরকে একটি ট্রাক চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাদের এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে ল্যান্সনায়েক তরিকুল ইসলামের মৃত্যু হয়। আহত এএসআই কাউসারকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।