Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পেট ভরে খেলেই লাখ টাকা জরিমানা গুনতে হবে নাগরিকদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৪৭ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চীন খাদ্য শস্য সংকটে পড়েছে  করোনা মহামারির পরে। খাদ্য সঙ্কট মোকাবিলায় নতুন এক কার্যক্রম চালু হয়েছে চীনে। কার্যক্রমের নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন এম্পটি প্লেট’। খাবারের অপচয় সম্পর্কে মানুষকে সচেতন করা এবং রাতে কম খাবার খাওয়া এই  অপারেশনের উদ্দেশ্য। চীনা সরকার একটি নতুন নীতি বাস্তবায়ন করেছে। এর আওতায় লোকজন এবং হোটেল-রেস্তোরাঁগুলোকে খাবার নষ্ট করার জন্য জরিমানা করা হবে। 
 

মানুষকে যতটা প্রয়োজন ঠিক ততটাই খাবার খেতে উদ্বুদ্ধ করা এই ‘অপারেশন এম্পটি প্লেট’ এর উদ্দেশ্য, বলেছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 

‘অপারেশন এম্পটি প্লেট’-এর আওতায় চীনে বেশি খাওয়া বে-আইনি হবে। অতিরিক্ত খাবার খাওয়ার জন্য প্রায় এক লাখ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। রেস্তোরাঁগুলো যদি এই আইন লঙ্ঘন করে তবে তাদের উপরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চীনে এই চ্যালেঞ্জের ভিডিওগুলো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ১০টি পিজ্জার খাবারের চ্যালেঞ্জ নেয়া হয়। আইনের আওতায় বলা হয়েছে, যেসব টিভি চ্যানেল এসব দৃশ্য বা চ্যালেঞ্জ প্রমোট করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

 

Bootstrap Image Preview