Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাজ্যে টিকার অনুমোদন পেল অক্সফোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ০২:৪২ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০, ০২:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের। ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে যুক্তরাজ্যের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকারের কাছে, যা ৫০ মিলিয়ন লোককে দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। 

 ২০২০ সালের জানুয়ারিতে ডিজাইন করা হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি। এপ্রিল মাসে প্রথম একজন স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হয় এবং পরে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনে ভ্যাকসিনটির   উৎপাদন সহজ এবং বিক্রয় মূল্য অনেক কম হবার কারণে আশা করা হচ্ছে, যে টিকা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে ব্যবহার হবে। 
 

 যুক্তরাজ্য  ডিসেম্বরের শুরুতেই ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দেয়। ফলে দেশটিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেল।

Bootstrap Image Preview