গাজীপুরে লাইলী ভান্ডারী নামে এক হিজড়া সর্দার ছুরিকাঘাতে খুন হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাইলী ভান্ডারী।
গাছা মেট্টোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাইলী খাইলকুর ভাল্কারটেক মোল্লা মার্কেট এলাকায় তিন তলা বাড়ির মালিক। সোমবার সকালে মানিক ও দুলাল নামে তৃতীয় তলার ভাড়াটিয়া বিদ্যুতের লাইনে সমস্যার কথা বলে লাইলীকে তাদের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যান।
তিনি আরও জানান, পরবর্তীতে প্রতিবেশীরা খোঁজ পেয়ে লাইলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান লাইলী। নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিলো।
ঝর্ণা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি হত্যার অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তে হত্যার বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।