বিডিমর্নিং ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সময় ভিডিও ধারণ করে পর্ন সাইটে আপলোডসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে কাজী মোহাম্মদ ফাহিম নামে একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। এ ঘটনায় গত বুধবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ২০১৫ সালে ভিকটিমের আত্মীয়ের বাড়িতে পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের সহিত কাজী মোহাম্মদ ফাহিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে আনোয়ারার পারকির চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে দুইজনের সম্পর্কের অবনতি ঘটলে ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের ভাই, আত্মীয় স্বজন এবং নিজের কিছু বন্ধুর কাছে পাঠায় কাজী মোহাম্মদ ফাহিম।
এছাড়াও ভিকটিমের নগ্ন ছবি ও ভিডিও একটি পর্ন ওয়েবসাইটে আপলোড করে। এ অভিযোগে কাজী মোহাম্মদ ফাহিকে মোবাইল ডিভাইসসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।