Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো জামাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে রাজু আহমেদ (২৩) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত রাজু উপজেলার কসবা ইউনিয়নের আখিলা গ্রামের জেনারুল ইসলামের ছেলে। গত শুক্রবার (১৮ ডিসেম্বর) কালইর খাড়িপাড়া শ্বশুরবাড়িতে বেড়াতে আসে রাজু।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজুকে আহত অবস্থায় নাচোল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে রাজুর শ্বশুর উসমান পলাতক রয়েছে। শ্বশুরবাড়ির লোকদের দাবি, গলায় ওড়না দিয়ে বাড়ির পাশে আম গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছে রাজু।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview