Bootstrap Image Preview
ঢাকা, ২০ বৃহস্পতিবার, মার্চ ২০২৫ | ৬ চৈত্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনায় আক্রান্ত অভিনেতা আবদুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ১০:৫১ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ১০:৫১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের করোনা পজেটিভ এসেছে।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এমনটাই জানিয়েছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষার জন্য সকালে উনার নমুনা নেওয়া হয়েছে। একটু আগে জানতে পারলাম উনার করোনা পজিটিভ এসেছে। আমি এখন হাসপাতালে নেই। বাকিটা পরে জানাতে পারব। দোয়া করবেন উনার জন্য।’

ক্যানসার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ক্রিস্টিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা আবদুল কাদের রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এরআগে কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয়। বেশকিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফোর স্টেজে এসে ক্যানসার সনাক্ত হয় কাদেরের। তার ব্যাকপেইন ছিলো। বেশকিছু দিন ধরেই দেশের বড় বড় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কেউ ব্যাকপেইনের কারণ উদঘাটন করতে পারেন নি। সর্বশেষ পুরো শরীর সিটি স্ক্যান করে জানা যায় টিউমার হয়েছে। এরপর চেন্নাইয়ে নিয়ে আসার পর চেকআপ করা হলে ক্যানসার ধরা পরে।

Bootstrap Image Preview