Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে ধর্মীয় সমাবেশে বোমা হামলায় নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:৩২ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০১:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আফগানিস্তানের একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় ১১ শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গাজনি প্রদেশে বোমাবাহী একটি মোটরসাইকেল নিয়ে হামলা চালালে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।

তবে এই হামলা তালেবান চালিয়েছে বলে দাবি করেছেন গাজনির প্রাদেশিক পুলিশ আহমাদ খান সিরাত।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলাকারীরা প্রদেশের রাজধানী গাজনি থেকে ১২০ কিলোমিটার দূরে গিলান জেলায় চলা ধর্মীয় সমাবেশে এই হামলা চালায়। সেখানে কোরআন তেলওয়াতের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হয়েছিল। 

এদিকে আফগান সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গত কয়েকমাস ধরে চলা আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে।

Bootstrap Image Preview