Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

করোনায় বিশ্বে আরও ১২ হাজার ৮৩১ জনের মৃত্যু, সনাক্ত ৭ লাখের বেশি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৫৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন আরও ৭ লাখ ২২ হাজার ৪৩ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাত কোটি ৫২ লাখ ৬১ হাজার ১৩১ জন।

একই সময়ে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৬ লাখ ৬৭ হাজার ৪৪১ জনে। তাছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৫০৭ জন।

করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। অঞ্চলভিত্তিক হিসেবে বিশ্বে করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণের শিকার ইউরোপ ও আমেরিকা।

বিশ্বে করোনায় সবচেয়ে সংক্রমিত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে করোনা সংক্রমিত সনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ২৭ হাজার ৭০ জন প্রায়। মোট মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৯ জন। যুক্তরাষ্ট্রে মারা গেছেন সর্বাধিক ৩ হাজার ২৭৮ জন।

সংক্রমিত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৭১ লাখ ১১ হাজার ৫২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জন।

Bootstrap Image Preview