Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ হত্যা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ ডিসেম্বর) তাদেরকে জয়নগর থেকে গ্রেপ্তার করা হয়।

আটক রিহান উদ্দিন রায়হান ও বিরাম উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার মৃত তাজিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের সালমান শাহ'র হাঁসের খামার ছিলো। গত ২১ অক্টোবর রত্না বিলের পাড়ে সালমান শাহ তার খামারের হাঁস নিয়ে গেলে প্রতিপক্ষ তাকে বাধা দেয়। তার নৌকাও ছিনিয়ে নেওয়া হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সালমান শাহকে আসামীরা বিলের মাঝেই বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওই ঘটনায় সালমান শাহর চাচা ইস্কান্দর ভান্ডারী হবিগঞ্জর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় বিএনপি নেতা রিহান উদ্দিন রায়হানের ভাই বিরাম উদ্দিন এজাহার ভুক্ত আসামী এবং রিহানও গং আসামি হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Bootstrap Image Preview