Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রী-সন্তানকে না পেয়ে আত্মহত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৮ PM

bdmorning Image Preview
ছবি: প্রতিকি


হবিগঞ্জে মামলা করে স্ত্রী ও সন্তানকে নিজের জিম্মায় না পাওয়ায় আদালত চত্বরে আত্মহত্যা করেছেন হাফিজুর রহমান (৩০) নামের এক যুবক।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজের বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত যুবক শহরের কামড়াপুর গ্রামের নূর মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাফিজুর রহমান কয়েক বছর আগে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে বুশরা বেগমকে (২৫) বিয়ে করেন। তাদের একটি সন্তানও রয়েছে। ইতোমধ্যে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। একপর্যায়ে বুশরা বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রী ও সন্তানকে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন হাফিজুর।’

সোমবার দুপুরে মামলায় আদালতে হাজির হয়ে বুশরা জানান, ‘তিনি স্বামীর সঙ্গে যেতে অনিচ্ছুক। এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে বাবার জিম্মায় যাওয়ার আদেশ দেন। এরপর হাফিজুর আদালতের ভিতর থেকে বের হয়ে নিজের বুকে ছুরি চালান।  গুরুতর আহত হাফিজুরকে উপস্থিত লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

ওসি দৌস মোহাম্মদ জানান, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Bootstrap Image Preview