ইন্টারনেটভিত্তিক সেবা ও বিশেষায়িত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, প্রযুক্তি জগতের মোড়ল গুগলের জিমেইল, ইউটিউবসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন সার্ভিস সাময়িক বন্ধ হয়ে গেছে।
এটিকে গুগলের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।
এর আগে জিমেইলে সমস্যা হলেও তা অল্প সময়েই সমাধান হয়ে গেছে। তবে জিমেইল, ইউটিউবসহ অন্যান্য সেবগুলো একসঙ্গে বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি।
জিমেইল ব্যবহারকারীরা ‘টেম্পারারি এরোর ৫০০’ মেসেজ পাচ্ছেন।
ইউটিউবেও মেসেজ আসছে সামথিং ওয়েন্ট রং...
বিশ্ব জুড়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে গুগল। এর ফলে রীতিমত বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক গুগলের পরিষেবা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী গুগলের এই মহাবিপর্যয়ের কারণ রাশিয়া। রাশিয়ান হ্যাকাররাই গুগলকে এই বিপদে ফেলে দিয়েছে।
শুধু মাত্র গুগুল সার্চ ইঞ্জিন ছাড়া বাকি সকল পরিষেবায় দেখা দিয়েছে বিভ্রাট। জি মেইল, ইউটিউব-ই নয়, বন্ধ হয়ে পড়েছে গুগল ড্রাইভ,প্লে স্টোর, ক্যালেন্ডার, হ্যাংআউট, গুগল মিট, গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ডকসের মত সেবাগুলো।
এদিকে ওয়েবসাইট ট্র্যাকিং সাইট ডাউন ডিটেক্টরে গিয়ে দেখা গেছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের কবলে পড়ছে গুগল সেবাগুলো।
তবে অল্পক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে সব বলে জানা গেছে। এর জন্য ক্ষমা চেয়েছে গুগল।