Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রদীপের ইয়াবা বাণিজ‌্যের তথ্য ফাঁস হওয়ায় সিনহাকে হত্যা: র‌্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের অস্ত্র ও ইয়াবা বাণিজ‌্যের কথা জেনে যাওয়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পরিকল্পতভাবে হত‌্যা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‌্যাবের লিগ‌্যল অ্যন্ড মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল  আশিক বিল্লাহ।

তিনি জানান, ‘ভিডিও কন্টেন্টের জন্য কক্সবাজার যায় সিনহা এবং তার সহকর্মীরা। কাজ করতে গিয়ে ওসি প্রদীপের নির্যাতন এবং ইয়াবা নিয়ে কারবার চোখে পড়ে তাদের। এ বিষয়ে ওসি প্রদীপের বক্তব্য নিতে চাইলে প্রদীপ তাকে হুমকি দেন।  হুমকি না মানায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় সিনহাকে।’

আশিক বিল্লাহ জানান আরও জানান,‘সিনহা মোহাম্মদ রাশেদে খান ইয়াবা এবং সাধারণ মানুষে জিম্মি করার ওপর যে কন্টেন্ট তৈরী করেছিলেন তা ওসি প্রদীপের জন্য একটি বড় হুমকি ছিলো। ওসি প্রদীপের দুটি ভূমিকা ছিলো একটি ভূমিকা মূল ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং একটি পর্যায়ে ওসি প্রদীপ সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে।’

ব্রিফিংয়ে বলা হয়, ‘সিনহা হত্যাকাণ্ড তদারকিতে পুলিশ সুপারের উদাসীনতার পরিচয় পাওয়া গেছে। পুলিশ সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে চার্জশিটে।’

এছাড়া, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, ইয়াবা ব্যবসা ও অত্যাচারে স্থানীয়রা ওসি প্রদীপের কাছে জিম্মি ছিলেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

Bootstrap Image Preview