Bootstrap Image Preview
ঢাকা, ১৮ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২০২৫ | ৬ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪ ডিসেম্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩২ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় (পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ, আংশিক গ্রাস সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ)।

সোমবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ১৪ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৫৩ মিনিটে (বাংলাদেশ সময় ১৫ ডিসেম্বর রাত ১২টা ৫৩ মিনিট)। তবে এই গ্রহণ বাংলাদেশে অদৃশ্য।

রবিবার (১৩ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সূর্যগ্রহণটি শুরু হবে জর্জটাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।

Bootstrap Image Preview