Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভ্যানচালক থেকে রাতারাতি কোটিপতি হলেন রমজান আলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০২:০১ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ০২:০১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ রাতারাতি বদলে গেল সবকিছু। নুন আনতে পান্তা ফুরানো সংসারে এখন হাসির ঝিলিক। মাত্র ৩০ টাকার লটারির টিকিট যে এভাবে তার ভাগ্য বদলে দিবে সেটি স্বপ্নেও ভাবেননি ভ্যানচালক রমজান আলি।  ম্যাজিকভ্যানের চালক থেকে এখন তিনি কোটিপতি। লটারিতে প্রথম পুরস্কার জেতার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই দিনমজুর।

এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল। এজন্য তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণালকান্তি দাস। এ ঘটনায় নূরপুর এলাকায় এখন শোরগোল পড়ে গেছে।

রমজান আলি বলেন, গাড়ি ভাড়ার সুবাদে দেড়শো টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে ৩০ টাকা দিয়ে নূরপুর স্ট্যান্ডে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারি খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে ভাবতেই পারিনি। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি।

জানা যায়, পশ্চিমবঙ্গের মালদহের মানিকচক থানার নূরপুর গ্রামের রমজান আলি অনেক বছর আগে আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান। তিনি পরিবার নিয়ে নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান।

Bootstrap Image Preview