Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের দায়ের করা নির্বাচনের ফলাফল বদলানোর মামলা খারিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১০:১৬ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১০:১৬ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


টেক্সাস অঙ্গরাজ্যে ট্রাম্পের দায়ের করা নির্বাচনের ফলাফল বদলানোর মামলা খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

যুক্তরাষ্ট্রের চারটি স্টেট জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বাতিল করার জন্য ট্রাম্প মামলা করেন।

এই চারটি স্টেটে জো বাইডেন বিজয়ী হয়েছেন। এই মামলাটিতে ১৯টি স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছে, টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না। কারণ এর আগে তিনি কোনো তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন, নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছেন ট্রাম্প সমর্থকরা। এর সব কটি মামলাই খারিজ হয়ে গেছে। এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করে দেয় আদালত।

যুক্তরাষ্ট্রের ইলেকট্রোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬-২৩২ ব্যবধানে হারিয়েছেন। তাছাড়া, জো বাইডেন দেশব্যাপী ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পেয়েছেন।

Bootstrap Image Preview