Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাল্যবিয়ের অপরাধে শ্রীঘরে মেয়ের বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ে দেয়ার অপরাধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর বড় বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে রেজাউল করিম (৫০) কে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাল্য বিয়ের অনুষ্ঠান হচ্ছে জানতে পেরে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগীতা নিয়ে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে কনের বাবাকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। পুলিশ আসার খবর পেয়ে বর পালিয়ে যায় বলে জানান তিনি ।

Bootstrap Image Preview