Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভাই হত্যার মামলা তুলে না নেওয়ায় যুবলীগ নেতার মাইক্রোবাসে আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৪৩ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০, ০১:৪৩ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ভাই হত্যার মামলা তুলে না নেওয়ায় ইউনিয়ন যুবলীগ নেতার মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার (০৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে আশুলিয়ার পাথালিয়ার চাকল গ্রামের ইউনিয়ন যুবলীগের সভাপিত সুমন পন্ডির বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমন পন্ডি জানান, ২০১৭ সালের মার্চ মাসে তার বড় ভাই মো. আব্দুর রহিম মণ্ডলকে নয়ারহাট বাজারে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়। সেই মামলায় প্রধান আসামি বর্তমান পাথিলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। এছাড়া মামলায় আরও ১৬ আসামি রয়েছেন। এ মামলা তুলে নিতে বারবার সুমনের পরিবারের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, ভোর ৪টার দিকে বাড়িতে পালিত কুকুরের ডাক শুনে আমি ঘুম থেকে উঠি। পরে বাইরে বের হয়ে দেখি, আমার গাড়িতে আগুন জ্বলছে। এসময় আমাকে দেখে সোহাগ, আমিনুর, হাকিম ও ভ্যাবলা নামের চারজন পালিয়ে যান। তারা চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর সদস্য৷

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বলেন, গাড়ির সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে৷ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে পাথালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, আমি আগুন লাগার ঘটনাটি শুনেছি। সোহাগ আমার ভাতিজা। সুমন পন্ডিদের সঙ্গে কিছু দিন আগে তাদের ঝামেলা হয়েছিল। সামনে চেয়ারম্যান নির্বাচন। তাই আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Bootstrap Image Preview