Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চল্লিশা’য় বিরিয়ানি কম দেয়ায় সংঘর্ষে নারীসহ আহত ৬ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৮ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের সিরাজদিখানে মৃত ব্যক্তির মিলাদে বিরিয়ানি খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নারীসহ আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের গুয়ালখালী ডাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার বিকেলে মরহুম নবাব খানের স্ত্রী রহিমা বেগম নিজ বাড়িতে স্বামীর নামে মিলাদ ও বিরিয়ানি খাওয়ার আয়োজন করে। সেখানে খাবার দেয়া-নেয়া নিয়ে মেহমান আতা খান ও সুমন মিয়া নামে দুজনের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে রাত সাড়ে ৮টায় ওই দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আতা খান, হালিম মিয়া, রনি মিয়া ও অজ্ঞাত এক নারীসহ ৬ জন আহত হয়। এদের বেশিরভাগই অতিথি।

এলাকাবাসী জানান, চল্লিশা’র আয়োজনে মূল খাবার ছিল বিরিয়ানি। সেখানে সুমন মিয়া নামের এক অতিথির পাতে বিরিয়ানি কম দেয়া হয় বলেই ঝগড়া শুরু হয়। এরপর অনেকেই সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সিরাজদিখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে এবং অন্যরা এলাকায় চিকিৎসা নিয়েছেন।

Bootstrap Image Preview