বিডিমর্নিং ডেস্কঃ বাড়ির পাশের বাঁশবাগান থেকে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রীসহ দু’জনকে আটক করা হয়েছে।
গত শনিবার(৫ ডিসেম্বর) রাতে নিহতের বাড়ির পাশের একটি বাঁশবাগানে লাশটি পড়েছিল। নিহত দিনমজুরের নাম আব্দুল আজিজ মোল্লা (৬০)। তিনি ওই গ্রামের মরহুম এনায়েত মোল্লার ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শনিবার(৫ ডিসেম্বর) সন্ধ্যায় কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১ টার দিকে আবদুল আজিজের গলাকাটা লাশ পাওয়া যায়।
তিনি জানান, এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন, প্রতিবেশী জোহরা খাতুন ও ভাতিজা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য আবদুল আজিজের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।