শুক্রবার লন্ডনের তাপমাত্রা তখন প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো এই শীতেই একপ্রকার নগ্ন হয়ে লন্ডনের রাস্তায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেরি বার্নেস নামের এক তরুণী।
দূর থেকে সম্পূর্ণ নগ্নই মনে হবে। কিন্তু কাছে গেলে বোঝা যাবে শুধুমাত্র যৌনাঙ্গ ঢেকেছেন তরুণী। তাতেও প্রয়োজনাতিরিক্ত আবরণ নেই। বাকি শরীর অনাবৃত।
কেউ অবাক হয়ে তাকাচ্ছেন, কেউ বিদ্রূপের চোখে। সেই সবের পরোয়া না করেই হাসিমুখে ঘুরে বেড়াচ্ছেন ব্রিটিশ তরুণী। ক্যামেরার সামনে পোজও দিচ্ছেন।
কিন্তু কেন এমনটা করছেন এ ব্রিটিশ তরুণী? সাইকেল সফর শুরু করার আগে এক ভিডিওবার্তায় কেরি জানান, ‘করোনাকালে মানসিক অবসাদ মারাত্মক আকার নিয়েছে। অনেকেই এর শিকার হচ্ছেন। তাঁর এক আত্মীয় আত্মহত্যা করার চেষ্টা করেন। ইচ্ছে থাকলেও তাঁকে সাহায্য করতে পারেননি কেরি। কিন্তু নিজে বুঝতে পেরেছিলেন মানসিক অবসাদের প্রভাব কতটা মারাত্মক হতে পারে। তাই অবসাদের শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে ২৯ নভেম্বর থেকে দুই সপ্তাহের এই সফর শুরু করেছেন তিনি।’
তিনি আরও জানান, ‘কেরি সাইকেলস ন্যুড’ হ্যাশট্যাগ দিয়ে সফরের নানা ছবি শেয়ার করেছেন অনেকে। এর মাধ্যমে ৭০০০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ টাকা জোগাড় করার লক্ষ্য ছিল। ইতিমধ্যেই সেই লক্ষ্য পূরণ হয়েছে। এখনও পর্যন্ত ৯০০০ ব্রিটিশ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা জোগাড় হয়েছে। যার পুরোটাই ‘মাইন্ড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হবে।’
‘মাইন্ড’ নামের এ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা মানসিক অবসাদে ভোগা রোগীদের নানাভাবে সাহায্য করেন। কেরির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সারা বিশ্বের মানুষ।