Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

 মসজিদে ঢুকে সাংবাদিকের উপর হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:০৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:০৪ PM

bdmorning Image Preview


মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদে ঢুকে এক সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একদল হামলাকারী।

শুক্রবার জুম্মার নামাজ চলাকালে এই হামলা চালানো হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।  আহত আমিরুল ইসলাম নয়ন (৩৮) গজারিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি।হামলাকারীদের বাধা দিতে গিয়ে তার শ্যালক সাদ্দাম হোসেন ও সাদ্দামের শ্বশুর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার কামাল প্রধানও আহত হন।আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।আমিরুল ইসলামের এক আত্মীয় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত আমরুল ইসলাম নয়ন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট করার জের ধরে শহীদুজ্জামান জুয়েল ও তার অনুসারীরা তার উপর ক্ষিপ্ত ছিলো। এই ঘটনার জের ধরে শুক্রবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদের জুম্মার নামাজ পড়তে গেলে খুতবা চলাকালীন সময়ে মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায় জুয়েল চেয়ারম্যানের লোকজন। জুয়েল চেয়ারম্যানের নির্দেশ তার দুই ভাই মন্টু ও সেন্টু, ভাগিনা রুবেল, বাবু এবং সহযোগী সুজন, মেহেদী, মাসুম, রাসেল, সুমন, সালাম, গাফফারসহ ২০/২৫ জন তার উপর হামলা চালায়।

এ সময় তারা ধারালো অস্ত্র, রড ও ইট দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় তার শ্যালক ওর শ্বশুর তাদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে মুসল্লিরা তাদের উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।এদিকে এ ঘটনার পরপর জড়িতদের আটকের অভিযান শুরু করেছে পুলিশ। মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান জানান, জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Bootstrap Image Preview