Bootstrap Image Preview
ঢাকা, ২৫ রবিবার, মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে আটক টমটম চালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩৭ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ০৫:৩৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ সিলেটের বিশ্বনাথে ডেকে নিয়ে মাদরাসা ছাত্রকে বলাৎকার করেছে জাহান মিয়া (২৫)। তিনি পেশায় টমটম চালক। অভিযুক্ত জাহান উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের আবদুল খালিকের ছেলে।

বলাৎকারের শিকার ছাত্রের মায়ের অভিযোগে গত বুধবার রাত ৯টার দিকে নিজ এলাকা থেকে জাহানকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছে জাহান মিয়া। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, বলাৎকারের ফলে তার ছেলের পায়ুপথ ছিঁড়ে গিয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। পরে অপারেশনের মাধ্যমে পায়ুপথে মলত্যাগের জন্যে বিকল্প পথ তৈরি করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

Bootstrap Image Preview