Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যাম্পু কিনতে বের হয়ে ৯তলা থেকে লাফ দিলেন তরুণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ কুমিল্লা শহরে নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে পড়ে মারা গেছেন জান্নাতুল হাসিন (২৪) নামের এক তরুণী। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে নগরীর ঝাউতলায় সিটি করপোরেশন কার্যালয়ের পিছনে ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে এ ঘটনা ঘটে। হাসিন ওই এলাকার ইদ্রিস মেহেদীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুল হাসিন ঢাকায় বোনের বাসায় থাকতেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) থেকে স্নাতক শেষে মিরপুরে মার্কেন্টাইল ব্যাংকে তিনি শিক্ষানবীশ ছিলেন। সোমবার রাতে তিনি কুমিল্লার বাড়িতে যান। সকালে ঘুম থেকে উঠে দুপুর পর্যন্ত বাসায় ছিলেন। দুপুরে শ্যাম্পু কেনার কথা বলে তিনি বাইরে বের হলে কিছুক্ষণ পরে জানা যায়, পাশের নির্মাণাধীন ভবনের ৯তলা থেকে লাফ দিয়েছেন।

পরিবার নিয়ে নগরীর ঝাউতলায় থাকেন নিহত তরুণীর বাবা ইদ্রিস মেহেদী। তার তিন মেয়ে ও এক ছেলে। নিহত জান্নাতুল হাসিন মেজো মেয়ে। আত্মহত্যার কারণ জানতে চাইলে তিনি কোন ধারণা দিতে পারেননি। কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কিনা, তাও তিনি জানেন না।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন, যেহেতু মেয়েটি একটি নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা গেছে। সে হিসেবে আমরা প্রাথমিকভাবে বলবো- আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট দেখার পরে মৃত্যুর পিছনের ঘটনা জানতে পারবো।

Bootstrap Image Preview