আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরি।
এক শোক বার্তায় একরাম চৌধুরী বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও বরেণ্য রাজনীতিবিদকে হারাল। তার এ চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
এ সময় তিনি নাসিমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করে আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।