নোয়াখালীর চাটখিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলের দিকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের নাম ফজলে এলাহী মানিক (২৭)। সে ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হাঁসর গ্রামের লোকমান চৌধুরীর ছেলে।
জানা যায়, পরিবারের লোকজনের অজান্তে দুপুরের দিকে মানিক নিজ ঘরের ছাদের আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।