Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাভাবিক ম্যাচের মতো করেই ফাইনালে ভারতের সাথে লড়বে আকবররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪৫ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৩১ রানে পরাজিত হয় বাংলাদেশ যুবারা। ফলে শেষ চারে ওঠার স্বপ্ন ভঙ্গ হয় তাদের। এরপর গত বছর এশিয়া কাপের ফাইনালে সেই ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা জেতা হয়নি আকবর আলীদের।

এবার বাংলাদেশের সামনে আরেকটি সুযোগ এসেছে 'ভারত' জুজু কাটানোর। চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দাপট দেখিয়ে এরই মধ্যে ফাইনাল জায়গা করে নিয়েছে আকবরবাহিনী। আগামী ৯ ফেব্রুয়ারি (রবিবার) ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে তারা।

প্রতিপক্ষ ভারত হলেও অবশ্য চাপ মাথায় নিতে চাইছেন না যুব দলের অধিনায়ক আকবর। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ফাইনালেও জয় ছিনিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তিনি। 

নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর আকবর বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচটা আমাদের কাছে স্বাভাবিক ম্যাচের মতোই মনে হবে। বাড়তি চাপ নিবো না বা নিতে চাইছি না এটা ভেবে যে ফাইনাল বা আমরা প্রথম ফাইনাল খেলছি। নিজেদের খেলার মতই খেলবো এবং সেরাটা দিয়ে খেলবো।' 

ভারতের বিপক্ষে তিন বিভাগেই সর্বোচ্চটা দিয়ে খেলতে চান আকবর। ম্যাচটি যে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে সেটাও মনে করিয়ে দিলেন তিনি। আকবরের ভাষ্যমতে, 'ভারত খুবই ভালো দল। ওদের বিপক্ষে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সর্বোচ্চটা দিতে হবে। ম্যাচটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।'

Bootstrap Image Preview