Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্নের নেতৃত্ব ভার দেয়া হলো অ্যাডাম গিলক্রিস্টকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৬ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০২০, ১১:৪৬ AM

bdmorning Image Preview


ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বাজে আবহাওয়ার কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে তারা ভেন্যু পরিবর্তন করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) জাংশন ওভালে অনুষ্ঠিত হবে বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামের চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচটি। এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) মেলবোর্নে আয়োজনের কথা ছিল ম্যাচটি।

সূচি পরিবর্তনের ফলে এই ম্যাচে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। ওয়ার্ন একাদশকে নেতৃত্ব দেয়ার কথা ছিল তাঁর। ওয়ার্ন না থাকায় নেতৃত্ব ভার দেয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে।

১০ ওভারের এই ম্যাচে অন্য আরেকটি একাদশে নেতৃত্বে দেখা যাবে রিকি পন্টিংকে। সূচি পরিবর্তন করায় খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক এবং ব্যাটসম্যান মাইকেল হাসিও। 

পন্টিং একাদশের কোচ হিসেবে দেখা যাবে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে। গিলক্রিস্ট একাদশের কোচ হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন।

ওয়ার্নার একাদশের কোচ হিসেবে থাকার কথা ছিল কোর্টনি ওয়ালশের। তবে খেলোয়াড় স্বল্পতার কারণে এবার বল হাতে মাঠে নামতে হচ্ছে এই ক্যারিবিয়ান গ্রেটকে। এই ম্যাচের দুই দলের একাদশ নির্বাচনের কথা রয়েছে বৃহস্পতিবার।

Bootstrap Image Preview