Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আলোচনায় বসছেন মাশরাফি-ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ১১:৫৮ AM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০২০, ১১:৫৮ AM

bdmorning Image Preview


মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। পাকিস্তানে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেই ওয়ানডে অধিনায়কের সঙ্গে সভায় বসবেন কোচ।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ উপলক্ষে মাশরাফির ভাবনা বা পরিকল্পনা কী- সেটাই জানার চেষ্টা করবেন ডমিঙ্গো। ক্রিকবাজকে এই বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম বলেন, 'আমাদের কোচ পাকিস্তান থেকে ফেরার পর মাশরাফির সঙ্গে বসবেন। তিনি কী ভাবছেন জিম্বাবুয়ে সিরিজ সম্পর্কে এটা নিয়ে কথা বলবেন।' 

গত শুক্রবার (৩১ জানুয়ারি) অবশ্য মাশরাফির সঙ্গে আলোচনায় বসেন ডমিঙ্গো। সেই আলোচনায় উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। যদিও অসমাপ্ত ছিল সেই আলোচনা।

আকরাম আরও বলেন, 'গত শুক্রবারে আমাদের কোচ এবং প্রধান নির্বাচক অবশ্য মাশরাফির সঙ্গে আলোচনা করেছেন।

কিন্তু সেই আলোচনা অসমাপ্ত রয়ে গিয়েছে। আমাদের তার কাছ থেকে সবকিছু পরিষ্কার হয়ে নেয়া উচিত। কিন্তু তিনি তেমন কিছুই বলেননি মিটিংয়ে।'

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পহেলা মার্চ। এর আগে দুই দল একটি টেস্ট খেলবে। ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Bootstrap Image Preview