Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরীয়-তুর্কি সেনাদের তুমুল যুদ্ধ, বহু হতাহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM
আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২০, ০৫:২২ PM

bdmorning Image Preview


সিরিয়ায় বোমা হামলায় তুরস্কের চার সৈন্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৯ সৈন্য। আজ সোমবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে, পাল্টা হামলায় ৩০ থেকে ৩৫ জন সিরীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে তুরস্কের পক্ষ থেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাশিয়ার সামরিক বাহিনী সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সেনারা সম্প্রতি ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, ইদলিবে যুদ্ধবিরতি দেওয়া না হলে তুর্কি সামরিক বাহিনী সেখানে অভিযান শুরু করতে পারে।

সিরিয়ায় তুরস্কের সেনা বাহিনীর ওপর সরকারি হামলার পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট সোমবার তুর্কি জনগণ ও সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্ক এই হামলার বিরুদ্ধে আগের মতোই জবাব দিয়েছে। আর তা অব্যাহত রেখেছে।

Bootstrap Image Preview