Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাকা দিয়ে নিতে হচ্ছে সরকারী বিনা মূল্যের বই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী ২০২০, ১০:২৫ PM
আপডেট: ০২ ফেব্রুয়ারী ২০২০, ১০:২৫ PM

bdmorning Image Preview


সারা দেশে দেয়া হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ উৎসব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তথ্য অনুযায়ী, এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।

সরাদেশের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই দেয়া হলেও এর বিপরীত ঘটনা দেখা গেছে দোহারের মাধ্যমিক স্কুলগুলোতে। স্কুলগুলোর শিক্ষার্থীরা টাকা না দিলে বই দেয়া হচ্ছে না। সেশন ফি’র অযুহাতে বই উৎসবের দিনেও নতুন বই থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। টাকা দিতে না পারায় বই না নিয়েই খালি হাতে ফিরতে হয়েছে তাদের। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, উপজেলার জয়পাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, বেগম আয়েশা বালিকা বিদ্যালয়, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়, ইকরাশী উচ্চ বিদ্যালয় ও লটাখোলা আজহার আলী উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব কটি বিদ্যালয়ে সেশন ফি ছাড়া মিলছে না নতুন বই।

Bootstrap Image Preview