নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে শান্তা (১৫), নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে উপজেলার পশ্চিম নোয়াখলা গ্রামের মোহাম্মদ সোলাইমান’র কন্যা এবং নারায়নপুর আর. কে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শান্তা পরিবারের সবার অজান্তে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। তিনি আরও জানান, তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।