Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:১৭ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৮:১৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে,শুক্রবার দিনগত গভীর রাতে তাদেরকে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ০৮পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আবদুর রহমান হাফেজ বাড়ীর আবুল কালামের ছেলে মো. জাফর উল্যা রাসেল (২৫), একই এলাকার কামাল উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন সুরুজ (৪০), কবির আহাম্মদের ছেলে মো. ইয়াছিন (২৫) ও মুছাপুর ইউনিয়নের রশিদ মেস্ত্রীর ছেলে মোঃ ফয়সাল (২৫)।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

Bootstrap Image Preview