Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়া, ব্রিটেনেও ছড়িয়ে পরছে করোনাভাইরাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২০, ১০:০৫ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০২০, ১০:০৫ PM

bdmorning Image Preview


রাশিয়া, ব্রিটেনেও এবার করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশ দুইটিতে ইতিমধ্যে করোনাভাইরাসে ২ জন করে আক্রান্ত হয়েছে বলে খবরে বলা হয়েছে। রাশিয়া জানিয়েছে, তাদের দেশে যে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তারা চীনা নাগরিক। অন্যদিকে ব্রিটেনেও করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে।

চীনে করোনাভাইরাসে ইতিমধ্যে ২১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮শ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেইসঙ্গে দেশটির প্রতিটি রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার এক বৈঠকের পর সংস্থাটির পক্ষ থেকে এই ঘোষণা আসে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ ১৮ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিবিসি, সিএনএন।

Bootstrap Image Preview