Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপাকে পড়ে জরুরী মিটিংয়ে এসিসিএ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০২:০২ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০২:০২ PM

bdmorning Image Preview


২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। সেখানে এশিয়া কাপ হলে অংশ নেবে না ভারত, আগেই জানিয়েছে তারা। ফলে এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপাকে পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসিসএ)।

সমস্যা সমাধানের জন্য আগামী ফেব্রুয়ারিতে জরুরী মিটিং ডেকেছে এসিসিএ। এই মিটিংয়ে আয়োজক দেশ নির্বাচন করা হবে। এসিসিএর সূত্রের বরাত দিয়ে এমনই প্রতিবেদন তৈরি করেছে এএনআই নিউজ।

এসিসিএর সূত্রমতে, 'এই বছরের এশিয়া কাপ আয়োজক দেশ নিয়ে আলোচনা করতে ফেব্রুয়ারির যেকোনো সময় মিটিং করবে এসিসিএ। এবার আয়োজক দেশ পাকিস্তান। এটা তাদের সিদ্ধান্ত এশিয়া কাপ আয়োজন করবে কি করবে না।'

পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলবে না। সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ থেকে ভারত সরে দাঁড়ালে কেমন হবে টুর্নামেন্ট এমন প্রশ্নের জবাবে এসিসিএর মুখপাত্র বলেন, 'এই বিষয় কোনো বক্তব্য দিতে চাই না। এটা ভারত এবং পাকিস্তানের মধ্যকার বিষয়।'

পাকিস্তানে হতে যাওয়া এশিয়া কাপে ভারত অংশ না নিলে ভারতে অনুষ্ঠেয় ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান। দেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি এমনই জানানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, 'আমরা এশিয়া কাপ দুটি ভেন্যুতে আয়োজন করতে চাচ্ছি। যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, আমরাও সেখানে হতে যাওয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব না।'

Bootstrap Image Preview