Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার্টার্ড ফ্লাইটে নয় কাতারের দোহায় পরের বার পাকিস্তানে যাবে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২০, ১২:২৭ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০২০, ১২:২৭ PM

bdmorning Image Preview


নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরের প্রথম দফায় বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ব্যবহার করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরের দুই দফার সফরের জন্য আর চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা রাখছে না বিসিবি, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রথমবার ছিল বলে অনেক কিছু নিয়ে সতর্ক থাকতে হয়েছিল বিসিবিকে। কোনো বিপাকে না পড়েই টি-টোয়েন্টি সিরিজ ভালোভাবে শেষ করে দেশে ফেরে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পাকিস্তানে টেস্ট দল পাঠাতে চার্টার্ড ফ্লাইট ব্যবহার না করে নিয়মিত রুট কাতারের দোহা ব্যবহার করবে বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, 'প্রথম দফার সফর ছিল বলে অনেক বিষয় ছিল। যে কারণে চার্টার্ড ফ্লাইটে যাওয়া। তবে সামনের দুই দফা তা আর থাকছে না।'

বাংলাদেশ থেকে পাকিস্তানে যাওয়ার কোনো সরাসরি ফ্লাইট নেই। যে কারণে ভাড়া করে বিমানে করে সরাসরি লাহোরে পৌঁছে বাংলাদেশ দল। যার জন্য প্রায় ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে বিসিবিকে। 

আসন্ন বাকি দুই সফরে পাকিস্তানে সরাসরি যাচ্ছে না বাংলাদেশ দল। কাতার ঘুরে যাবে তারা। যেখানে ১২-১৩ ঘণ্টা সময় লাগবে। গত বছর এই রুট ব্যবহার করেই বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং বয়সভিত্তিক দল পাকিস্তান গিয়েছিল।

আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে মুমিনুল হকের দলের। ৭ জানুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট।

Bootstrap Image Preview