Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় মুখোমুখি অবস্থানে রুশ ও মার্কিন সেনারা, যুদ্ধের আশঙ্কা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০৫ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ১০:০৫ AM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। উত্তেজনার মধ্যেই অঞ্চলটির আকাশে দেশ দুটির বেশ কয়েকটি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম মস্কো টাইমস জানায়, সোমবার (২৭ জানুয়ারি) বিকালে অঞ্চলটির হাসাকা প্রদেশের তাল আমর নামক এক এলাকায় ঘটনাটি ঘটে। এতে সৃষ্ট যুদ্ধাবস্থা এখনো বিদ্যমান রয়েছে।

যদিও ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, তাল আমর এলাকায় রুশ এবং মার্কিন সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরাশক্তি এই দেশ দুটির সেনাদের মধ্যে গুলিবিনিময়ের পর তাদের সামরিক যানগুলো নিজ নিজ অবস্থানে ফিরে যায়।

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, এলাকাটির একটি তেলের খনি থেকে মার্কিন সেনারা অপরিশোধিত তেল চুরি করছে বলে অভিযোগ রয়েছে।

রাশিয়ান সেনাবাহিনী এলাকাটিতে ঢুকতে গেলে মহাসড়কেই তাদের গতিরোধ করে মার্কিন সেনারা। ফলে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এর কিছুক্ষণ পরই রুশ সেনাবাহী হেলিকপ্টার ও যুদ্ধবিমান চলে আসে সেখানে।

যদিও গত পাঁচদিনে অঞ্চলটিতে রুশ-মার্কিন সেনারা অন্তত চারবার মুখোমুখি অবস্থান নিয়েছিল বলে জানিয়েছে মস্কো টাইমস।

উল্লেখ্য, দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরও এলাকাটিতে রাত পর্যন্ত রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার এবং মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা যায়।

Bootstrap Image Preview