Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:৪৮ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০২০, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৭। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। তবে এখনও হতাহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় তুরস্কের পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে কম্পনটি আঘাত হানে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ইলাজিগের সিভরাইস জেলায় কম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ৬ দশমিক ৭ কিলোমিটার গভীরে।ইলাজিগ প্রদেশ ছাড়াও দক্ষিণাঞ্চলীয় আদানা ও উত্তরাঞ্চলীয় সামসুন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর দফায় দফায় আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৩ পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোইলু বলেছেন, কম্পনের ফলে বেশকিছু ভবন ধসে পড়েছে বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।এছাড়া প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, প্রয়োজন হলে যেন দরকারি ব্যবস্থা নেওয়া যায় সেজন্য সেনাবাহিনী প্রস্তুত ছিলো।

Bootstrap Image Preview