Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২০, ০৮:০৮ PM
আপডেট: ২৩ জানুয়ারী ২০২০, ০৮:০৮ PM

bdmorning Image Preview


কাসেম সোলাইমানির হত্যার শোক কাটিয়ে উঠার আগেই খুন হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি। তিনি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার এবং সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত।

মোজাদ্দামি আইআরজিসির বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানের অভ্যন্তরীণ যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারী আততায়ী তার মাথায় গুলি করে তাকে হত্যা করে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যান। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Bootstrap Image Preview