Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীর্ঘ সময় পর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM

bdmorning Image Preview


আগামী মাসে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্যে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজটি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

স্বাগতিকদের বিপক্ষে সিরিজে অংশ নিতে ১০ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছুবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে ১৭ এবং ২০ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। 

এরপর সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১ মার্চ মাঠে গড়াবে শেষ ওয়ানডে। ২০১৫ সালে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে যায় ক্যারিবিয়ানরা। সেই সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ১-১ এ টি-টোয়েন্টি সিরিজ ড্র করে তারা।   

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। যেখানে ৬টিতে জয় পেয়েছে লঙ্কানরা। অপরদিকে ২০১৬ সালের পর থেকে মাত্র একবার ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। সেই ম্যাচে ২৩ রানে জয় পায় শ্রীলঙ্কা। 

এছাড়া ২০১৮ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। সেবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি টেস্ট খেলে লঙ্কানরা। সেই সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল। সবমিলিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই সিরিজেই এগিয়ে থাকছে স্বাগতিকরা। 

Bootstrap Image Preview