Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইনজুরি কাটিয়ে আরো শক্তভাবে মাঠে ফিরতে চান জেমস অ্যান্ডারসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:১৬ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:১৬ PM

bdmorning Image Preview


পাঁজরের ইনজুরি কাটিয়ে আরো শক্তভাবে মাঠে ফিরতে চান জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত কেপটাউন টেস্টে বাম পাঁজরে চোট পান। পরবর্তীতে সিরিজ চলাকালীন দেশে ফিরে আসতে হয় তাঁকে। 

পাঁজরের এই চোটই তাঁকে বেশ কয়েক সপ্তাহের জন্য ছিটকে দিয়েছে মাঠের বাইরে। তবে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা এই পেসার নিজেকে ফিট প্রমাণ করে ফিরতে বদ্ধপরিকর। দেশের হয়ে খেলার জন্য মুখিয়েই আছেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি। 

অ্যান্ডারসন বলেন, 'পাঁজরের ইনজুরি কাটিয়ে ফিরে আসতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। যখন পাঁজরের হাড় ঠিক হয়ে যাবে, তখন আমি আবারো ফিরতে পারবো। আমি আরো শক্তভাবে ফিরে আসতে চাই এবং ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। এই বিশ্বাসই আমাকে আগামী কয়েক সপ্তাহ সাহায্য করবে। আমি শ্রীলঙ্কা সফরে ফিটনেসের অভাবে বাদ পড়ছি না।' 

পাঁজরের ইনজুরি নিয়েই কেপ টাউন টেস্টে বোলিং করে গেছেন অ্যান্ডারসন। বোলিংয়ের সময় ব্যাথা অনুভূত হওয়ার পরও তেমন গ্রাহ্য করেননি তিনি। কিন্তু একটা পর্যায়ে মাঠই ছাড়তে হয় তাঁকে। সেসময়ের অনুভূতির কথা নিজেই জানান অ্যান্ডারসন।

তিনি বলেন, 'আমি সবচেয়ে বেশি ব্যাথা পেয়েছি এবার। আমি ভালোমতো বোলিং করতে পারছিলাম না। আমি যতবার বোলিং করতে যাচ্ছিলাম, ততবার বুঝতে পারছিলাম যে কিছু একটা ঠিক নেই। আমি স্ট্রয়ার্ট ব্রডকে বলছিলাম কিছু একটা সমস্যা হয়েছে। ভেবেছিলাম আমার মাসলে টান লেগেছে। 

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করা পেসার জেমস অ্যান্ডারসন। এখন পর্যন্ত ১৮১ টেস্টে ৫৮৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সামনে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯), শেন ওয়ার্ন (৭০৮) এবং মুত্তিয়া মুরালিধরন (৮০০)। 

Bootstrap Image Preview