Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে পাকিস্তান: উমর গুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৫২ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৫২ AM

bdmorning Image Preview


পাকিস্তানের অভিজ্ঞ পেসার উমর গুলের মতে বাংলাদেশের চেয়ে অনেক ভালো দল পাকিস্তান। আর সেই কারণে তিনটি সিরিজেই জয়ী হবে তাঁর দেশ। শক্তিমত্তা এবং হোম কন্ডিশন বিবেচনায় বেশ এগিয়ে থাকবে পাকিস্তান, বিশ্বাস ৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসারের।   

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমঝোতায় সম্প্রতি তিন দফায় তিনটি সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে ২৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় লাহোরে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। 

এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে মাঠে নামবে দুই দল। একমাত্র টেস্ট খেলে দেশে ফিরে আসার পর এপ্রিলে আবারো পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

গুলের বিশ্বাস এই তিন সিরিজেই পরাজিত হবে বাংলাদেশ। তিনি বলেন, 'সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিমত্তা এবং দেশের মাটিতে সুবিধার কথা বিবেচনা করলে এগিয়ে থাকবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান তিন সিরিজেই জয়লাভ করবে। এতে আমার কোনো সন্দেহ নেই।'

যদিও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন গুল। তাঁর মতে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ যথেষ্ট পরীক্ষায় ফেলতে পারে পাকিস্তানকে। আর সেই কারণে দলকে আত্মতুষ্টিতে ভাসতে মানা করলেন তিনি। 

গুলের ভাষ্যমতে, 'পাকিস্তান যেকোনো ফরম্যাটে ভালো দল। যদিও অনেকে বলতে পারে সংক্ষিপ্ত ফরম্যাটে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমি নিশ্চিত বাংলাদেশ যেহেতু পাকিস্তানে অনেকবার এসেছে এর আগে, তারা পাকিস্তানের জন্য কঠিন প্রতিপক্ষ এবং পাকিস্তানকে অবশ্যই আত্মতুষ্টিতে থাকলে চলবে না।' 

Bootstrap Image Preview